মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>
হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় ঈর্ষণীয় সফলতা অর্জন করেছেন জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার হিফজ বিভাগের ছাত্ররা।
১২ ডিসেম্বর (রোববার) মহেশখালীর সর্বোচ্চ ইসলামি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসায়) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মহেশখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ বিভাগের প্রায় ৬০ জন ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
৩০ পারা থেকে- ১ম স্থান অর্জন করেছেন, হাফেজ রিদুয়ান পিতা মাওলানা আবুল খাইর, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
২য় স্থান অর্জন করেছেন, হাফেজ আল-জায়েদ পিতা ওমমান গণী, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
৩য় স্থান অর্জন করেছেন, শুকরান পিতা মৃত মাষ্টার সারওয়ার, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
২০ পার থেকে- ১ম স্থান অর্জন করেছেন, বুরহান উদ্দীন পিতা নুর হুসাইন, তাহফিজুল কুরআন মাদ্রাসা, আশরাফ আলি ঘোনা, ছোট মহেশখালী।
২য় স্থান অর্জন করেছেন, মুহাম্মদ ত্বলহা পিতা মাওলানা শফিউল আলম, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
৩য় স্থান অর্জন করেছেন, তারেকুর রহমান তামিম পিতা আবুল হাসেম, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
১০ পারা থেকে- ১ম স্থান অধিকার করেছেন, আসিফুল্লাহ এমি পিতা এহসান উল্লাহ, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
২য় স্থান অর্জন করেছেন, আউফ আজিজ পিতা মাওলানা আবদুল আজিজ, জামেয়া আরবিয়া গোরকঘাটা।
৩য় স্থান অর্জন করেছেন, তাওহিদুল ইসলাম পিতা মাওলানা উকিল আহমদ, হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসা মুন্সিরডেইল, বড় মহেশখালী।
এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে হুফফাজুল কুরআন সংস্থার পক্ষ থেকে সনদ সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার শায়খুল হাদীস হাফেজ মাওলানা আব্দুল গফুর। সভাপতিত্ব করেন, হুফফাজুল কুরআন সংস্থার মহেশখালী উপজেলা সভাপতি জামিয়া আরবিয়া গোরকঘাটার ভাইস-প্রিন্সিপ্যাল ও শিক্ষা পরিচালক মাওলানা শামসুল আলম জাদীদ। পরে জামিয়া আরবিয়া গোরকঘাটার প্রিন্সিপ্যাল মাওলানা আবদুল মুনঈম এর মোনাজাতের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
-এএ