সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত ওই ব্যক্তির নাম হযরত আলী। তিনি উপজেলার ১০নং আলীর গাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আজ সোমবার (১৩ নভেম্বর) জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন ডাউকি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দিনও ডাউকি নদীতে পাথর উত্তোলনের কাজ করতে যান বারকি শ্রমিক হযরত আলী। কাজ করার এক পর্যায়ে দুপুরের দিকে পাথর উত্তোলনের জন্য গভীর গর্তের পানির নিচে ডুব দেন তিনি।
এ সময় গর্তের পার ধ্বসে মাটি চাপা পড়ে হযরত আলী মারা যান। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা পানির নিচ থেকে ডুব দিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছে শুনেছি।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।
-এটি