আওয়ার ইসলাম ডেস্ক: তাবলিগের সিলেট বিভাগীয় জোড় শুরু হচ্ছে আগামীকাল ১২ ডিসেম্বর রোববার। সিলেটের জামেয়া রেঙ্গা মাদরাসা ময়দানে এ জোড় অনুষ্ঠিত হবে। বিষয়টি একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়েছে আওয়ার ইসলাম।
জানা গেছে, তিনদিন ব্যাপী অনুষ্ঠিত তাবলিগের এ জোড় কেন্দ্র করে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। তাবলিগের এ জোড়ে সিলেট বিভাগের চার জেলার মানুষ অংশ নিবেন। এছাড়া একই সঙ্গে দেশের আরও দুইটি বিভাগে তাবলিগের জোড় অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, তাবলিগের জোড় কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট বিভাগীয় পুলিশ। সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিসি ক্যামেরা গোয়েন্দা সংস্থার সদস্যসহ নিবীর পর্যবেক্ষণসহ মাঠে ওয়াচ টাওয়ার থেকে জোড় পরিস্থিতি পর্যবেক্ষন করবে পুলিশ।
প্রসঙ্গত, প্রতি বছর ইজতেমার পূর্বে এই জোড় অনুষ্ঠিত হয়। তিন দিনের এই জোড় যারা টানা ১২০ দিন (তিন চিল্লা) ও আলেমগণ এক সাল অর্থাৎ ১২ মাস টানা আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন তারাই এই জোড়ে অংশগ্রহণ করে থাকেন।
তবে জোড় উপলক্ষে ১ চিল্লার সাথীরা ইচ্ছে করলে মাঠে গিয়ে অবস্থান করতে বা থাকতে পারেন।
এমডব্লিউ/