আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকায় আগুনে ২২ বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মধ্যম শাকপুরার কামাল কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, বোয়ালখালীর মধ্য শাকপুরায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কলোনির ২২টি বসতঘর পুড়ে গেছে।
কলোনির মালিক মো. কালাম বলেন, কলোনিতে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। আগুনে ২২টি ঘর পুড়ে যায়। এই ঘরগুলোতে ভাড়াটিয়ারা থাকত। কলোনিতে একটি গুদাম ও একটি মুদির দোকান ছিল।
-এএ