আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৮ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জিল্লুর রহমান। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা গেছে, বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। পরে এ ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের একটি হত্যা মামলায় চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে বুধবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
-এএ