সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>
দেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে গোয়াইনঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান বিজয় দিবস ২০২১ কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) বিকেল ৩টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুবাস চন্দ্র পাল ছানা,সদস্য সুবাস দাস।
মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসক সুশান্ত কুমার দাস, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছারোয়ারদী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল।
মারফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রাব্বানী সুমন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন মাসুম, রুবেল আহমদ প্রমুখ।
-এটি