মোস্তফা ওয়াদুদ: মানুষের জন্ম মৃত্যুর লক্ষেই। দুনিয়ার হায়াত ফুরিয়ে গেলে মৃত্যু হয় মানুষের। আর মৃত্যুর পর পুরুষের গোসল দেন পুরুষরা। আর নারীর গোসল দেয় নারী। এখন মৃত মহিলাকে কি হায়েজাগ্রস্থ নারী গোসল দিতে পারবে? এ বিষয়ে কী বলে দেওবন্দ? দেওবন্দের ওয়েবসাইটে এমন একটি প্রশ্ন করেছেন জনৈক ব্যক্তি।
প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘হায়েজাগ্রস্থ কোনো নারী কি মৃত মহিলার গোসলকার্য সমাধা করতে পারবেন?’
জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘হায়েজ থেকে পবিত্র কোনো মহিলা যদি সেখানে বিদ্যমান থাকে তাহলে তার উচিত মৃত মহিলাকে গোসল দেওয়া। এমতাবস্থায় হায়েজাগ্রস্থ নারী যেনো গোসল না দেয়। এটা মাকরুহ। হ্যাঁ! যদি এমন মহিলা উপস্থিত না থাকে তাহলে এ অপারগতার কারণে (হায়েজা নারীর জন্য মৃত মহিলাকে) গোসল দেওয়ার সুযোগ আছে।
আর পড়ুন: ইউটিউব দেখে দেখে দৈনন্দিন ওজিফা পড়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া
এমডব্লিউ/