আওয়ার ইসলাম ডেস্ক: অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সৃষ্টির সেবা সোসাইটি (হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা) ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলিনগর গ্রামে ২০০ কম্বল, ১০০ কোরআন শরীফ বিতরণ করেছে। পাশাপাশি দুস্থ, অসহায় মানুষসহ মুসল্লিদের জন্য ৩০০ কেজি চাল ও দুটি গরু দিয়ে তেহারীর আয়োজন করেছে।
সৃষ্টির সেবা সোসাইটির প্রকল্প বাস্তবায়ন পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সেন্ট্রালের রিলিফ কো-অর্ডিনেটর মুহাম্মাদ রাজ জানান, পুরো শীতের মৌসুম জুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলাসহ বাগেরহাট মাঝের চর, কিশোরগঞ্জের ইটনাতে ৫০০০ কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ। এছাড়া মাঝের চরে একটি মাদরাসা, ইটনাতে একটি মাদরাসা, উত্তরবঙ্গের মিঠাপুকুরে একটি মসজিদ তৈরির কাজও আমরা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। ঢাকার বিভিন্ন অলিতে, গলিতে দুস্থ, অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে গভীর রাতে রাস্তায় ঘুরে, ঘুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের চলমান।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরামের মহাসচিব ও পরিচালক অধ্যাপক মাওলানা আবেদ আলী, পররাষ্ট্রমন্ত্রনালয় জামে মাসজিদের ইমাম ও খতিব, সৃষ্টির সেবার সাধারন সম্পাদক- মাওলানা ইবরাহিম খলিলসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ।
-এএ