সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

তাজমহলের মতো ভবন বানিয়ে স্ত্রীকে উপহার ভারতের আরেক ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজাহানের তাজমহলের আদলে ভবন বানিয়ে স্ত্রীকে উপহার দিলেন ভারতের আরেক ব্যক্তি। বাড়িটি বানাতে খরচ হয়েছে দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার। মিনি এই তাজমহল দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেক দর্শনার্থী।

প্রয়াত স্ত্রী মমতাজের সমাধি সৌধ হিসেবে ভালোবাসার অনন্য নিদর্শন তাজমহল নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। এ থেকে অনুপ্রাণিত হয়েই জীবদ্দশায় ভালোবাসার স্ত্রীকে নিয়ে জীবন কাটাতে তাজমহলের আদলে ভবন নির্মাণ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি।

চারটি বেডরুম, একটি লাইব্রেরি, প্রার্থনা কক্ষসহ সাদা রঙের বাড়িটিতে আছে গম্বুজ আকৃতির ছাদ। বাড়ির ভেতর মার্বেল ও স্বর্ণ খোদাই করা হয়েছে নানা নকশায়। আছে মিনারও। বাড়িটি বানাতে সময় লেগেছে প্রায় তিন বছর।

বাড়ির মালিক আনন্দ প্রকাশ চৌকসে বলেন, আমার স্ত্রীর একটিই দাবি ছিল যেন একটা সুন্দর প্রার্থনা কক্ষ থাকে। আমি বাড়ির প্রকৌশলীদের বলেছিলাম যেন কক্ষটি বানাতে বিশেষ নজর দেয়। ৫০ একর জায়গার ওপর নির্মিত নান্দনিক এই বাড়িটি ৯০ বর্গমিটার প্রশস্ত। মূল কাঠামো ৬০ বর্গমিটার এবং উচ্চতা ২৯ ফুট।

আনন্দ প্রকাশ চৌকসের ছেলে কবির চৌকসে জানান, আমরা তাজমহলের একটি নিখুঁত ক্ষুদ্রাকৃতির সংস্করণ তৈরি করতে চেয়েছিলাম। কিছু পার্থক্য থাকলেও তা খুবই সামন্য। বাড়িটি বানাতে খরচ হয়েছে দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার। মিনি এই তাজমহল দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেক দর্শনার্থী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ