আদিয়াত হাসান: দেশের সীমান্তবর্তী ও নিম্ন আয়ের অঞ্চল পঞ্চগড় ও ঝিনাইদহের হরিণাকুণ্ডে সাধারণ মানুষের জন্য পৃথক দু’টি মসজিদ নির্মাণ করে দিয়েছে এম এম ফাউন্ডেশন।
জানা যায়, পঞ্চগড়ে উক্ত এলাকার বাসিন্দারা নিজেদের আর্থিক সমস্যার কারণে ভেঙ্গে পড়া মসজিদ পূণনির্মাণ করতে পারছিল না। আর ঝিনাইদহের হরিণাকুণ্ডে গুচ্ছ পল্লীতে ছিল না কোনো মসজিদ। তারা অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনোএক মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তো। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নিজেদের ঘরেই।
[caption id="" align="aligncenter" width="450"] ঝিনাইদহের হরিণাকুণ্ডে নির্মিত মসজিদ।[/caption]
আরো জানা যায়, হরিণাকুণ্ডে গুচ্ছ পল্লীর বাসিন্দারা রমজান মাসে তারাবির পড়ার জন্য স্থানীয় কারো ঘর বেঁছে নিয়ে ছিল। নিজেদের আর্থিক অস্বচ্ছলতার কারণে মসজিদ নির্মাণ করতে পারছিল না। এমতাবস্থায়, এম এম ফাউন্ডেশন প্রবাসীদের অর্থায়নে মসজিদ দু’টি নির্মাণ করে দেয়।
[caption id="" align="aligncenter" width="463"] পঞ্চগড়ে নির্মিত মসজিদ।[/caption]
প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেদমতে খলক বা মানব সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এম এম ফাউন্ডেশন। শীতের সময় শীতবস্ত্র দান, অনাহারীদের মুখে খাবার তুলে দেয়া, শিক্ষা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়ানোসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। এই শীতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা শীতবস্ত্র বিতরণসহ সেবামূলক নানা কর্মসূচী পালন করবে বলে জানা যায়।
-কেএল