সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

পঞ্চগড় ও ঝিনাইদহে এমএম ফাউন্ডেশনের মসজিদ নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের সীমান্তবর্তী ও নিম্ন আয়ের অঞ্চল পঞ্চগড় ও ঝিনাইদহের হরিণাকুণ্ডে সাধারণ মানুষের জন্য পৃথক দু’টি মসজিদ নির্মাণ করে দিয়েছে এম এম ফাউন্ডেশন।

জানা যায়, পঞ্চগড়ে উক্ত এলাকার বাসিন্দারা নিজেদের আর্থিক সমস্যার কারণে ভেঙ্গে পড়া মসজিদ পূণনির্মাণ করতে পারছিল না। আর ঝিনাইদহের হরিণাকুণ্ডে গুচ্ছ পল্লীতে ছিল না কোনো মসজিদ। তারা অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনোএক মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তো। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নিজেদের ঘরেই।

[caption id="" align="aligncenter" width="450"]No description available. ঝিনাইদহের হরিণাকুণ্ডে নির্মিত মসজিদ।[/caption]

আরো জানা যায়, হরিণাকুণ্ডে গুচ্ছ পল্লীর বাসিন্দারা রমজান মাসে তারাবির পড়ার জন্য স্থানীয় কারো ঘর বেঁছে নিয়ে ছিল। নিজেদের আর্থিক অস্বচ্ছলতার কারণে মসজিদ নির্মাণ করতে পারছিল না। এমতাবস্থায়, এম এম ফাউন্ডেশন প্রবাসীদের অর্থায়নে মসজিদ দু’টি নির্মাণ করে দেয়।

[caption id="" align="aligncenter" width="463"]No description available. পঞ্চগড়ে নির্মিত মসজিদ।[/caption]

প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেদমতে খলক বা মানব সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এম এম ফাউন্ডেশন। শীতের সময় শীতবস্ত্র দান, অনাহারীদের মুখে খাবার তুলে দেয়া, শিক্ষা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়ানোসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। এই শীতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা শীতবস্ত্র বিতরণসহ সেবামূলক নানা কর্মসূচী পালন করবে বলে জানা যায়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ