আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: চার রাকাত বিশিষ্ট নামাযে ইমাম সাহেব সালাম ফেরানোর পর জানা গেল যে, নামায তিন রাকাত হয়েছে । এ অবস্থায় পুনরায় ইকামত বলে জামাত শুরু করতে হবে ,নাকি ইকামত ছাড়াই নামায পড়ে নিবে?
উত্তর: যদি কোন রকম বিলম্ব ছাড়াই নামায আরম্ভ হয় তাহলে দ্বিতীয় বার ইকামত বলার প্রয়োজন নেই। প্রথম ইকামতই যথেষ্ঠ হবে। আর যদি বিলম্ব হয় তাহলে দ্বিতীয় বার ইকামত বলতে হবে।
সূত্র: ফতোয়ায়ে শামী :২/২৮৮ মাকতাবায়ে যাকারিয়া , হাশিয়াতুত তাহতাবি :২০১ পৃ. মাকতাবাতু শাইখিল হিন্দ, ফাতোয়ায়ে রহীমিয়া:৪/৯৫ ফরিদ বুক ডিপো ,ফতোয়ায়ে মাহমুদিয়া : ৫/৪৫৩ আশরাফী বুক ডিপো , আহসানুল ফাতোয়া :২/২৯২ যাকারিয়া বুক ডিপো , আপকা মাসায়েল আওর উনকা হাল :৩/৩১৪ যাকারিয়া বুক ডিপো।
উত্তর প্রদানে: মুফতী রায়হান আনওয়ার। মুশরিফ-মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা
-এটি