মুফতি আবদুল্লাহ তামিম।। দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় এক ভাই প্রশ্ন করেছেন আমি যে মসজিদে ইমামতি করি, সেখানে আমার একটি মাদরাসা আছে। বাচ্চারা সেখানে পড়ালেখা করে। আর প্রতি মাসে আমি মাদরাসার জন্য কিছু টাকা কালেকশন করি, তারপর কালেকশনের কিছু কমিশন আমি নিয়ে বাকিটা মাদরাসায় জমা করি। যে কমিশনটা আমি নেই, সেটা নিজের জন্য ব্যবহার করি। এটা কি আমার জন্য জায়েজ হবে?
দারুল উলুম দেওবন্দ উত্তর নং: ৬০৭১৩৫ এ লিখেন, আপনার এ কমিশন পদ্ধতি সঠিক নয়। আপনি যদি পারিশ্রমিক নিতে চান তাহলে চাদার বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষ বা যারা মাদরাসাটি পরিচালনা করেন তাদেরকে জানান। তারা যদি আপনার জন্য কোনো কমিশন বা পারিশ্রমিক নির্ধারণ করে দেয় তাহলে সেটা নেয়া নিজের জন্য খরচ করা বৈধ হবে। না হয় বৈধ হবে না। তবে আপনার উল্লেখ করা পদ্ধতিতে নিজের জন্য খরচ করা বৈধ হবে না। সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া
-এটি