সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

প্রথমবারের মতো করোনার পিল অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের প্রথমবারের মতো করোনার সংক্রমণ রোধে সক্ষম মৌখিক অ্যান্টিভাইরাল ওষুধ বা খাওয়ার পিল অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি এই পিলকে ছাড়পত্র দেয় দেশটি। চলমান মহামারির ‘গেম চেঞ্জার’ এই পিলের নাম মলনুপিরাভির।

রয়টার্স জানায়, মলনুপিরাভিরের ব্যবহারের সুপারিশ করেছে ব্রিটিশ ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা, এমএইচআরএ। সংস্থাটি বলছে, করোনা পরীক্ষায় পজিটিভ আসা বা উপসর্গ দেখা দেয়ার ৫ দিনের মধ্যে এটি সেবন করতে হবে। ‘ল্যাগেভরিও’ নামে ওষুধটি ব্রিটেনে বাজারজাত করা হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রেও মলনুপিরাভিরের অনুমোদনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। চলতি মাসে এ নিয়ে সেদেশের স্বাস্থ্য উপদেষ্টাদের মধ্যে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। মার্কিন বিশেষজ্ঞরাও এই পিলকে করোনা মহামারির ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন।

মের্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস বলছে, করোনায় আক্রান্তের শুরুর দিকে ওষুধটি দেয়া হলে ঝুঁকি অর্ধেকে নামিয়ে আনতে পারে। ভাইরাসটির বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম এই পিল। এর ফলে মহামারিতে মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভাব হবে।

তিন ধাপের মেডিকেল ট্রায়ালে দেখা গেছে, মলনুপিরাভির নেয়া রোগীদের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে। এই তথ্য প্রকাশ হলে গত মাসে ওষুধটির ৪ লাখ ৮০ হাজার কোর্স কিনতে চুক্তি করে ব্রিটেন সরকার।

এক বিবৃতিতে মের্ক জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ১ কোটি কোর্স পিল তৈরি করা হবে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার কোর্স পিল পাবে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি কোর্স পিলের দাম ৭০০ ডলার পড়বে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ