রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

‘আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমরা দোয়া নেব, সেলফি নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

‘আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমরা দোয়া নেব, সেলফি নয়। আল্লাহ তায়ালা এই আত্মিক দূষণ থেকে আমাদের হেফাজত করুন’। দেশের প্রবীণ আলেমে দ্বীন মুফতি আল্লামা দেলোয়ার হোসাইন তার কোনো এক মজলিসে এ কথাটি বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক সমাদৃত হয়েছে তার এই কথাটি।

সময়ের আলোচিত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেককেই দেখা গেছে আল্লামা দেলোয়ার হোসাইন-এর কথাটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করতে।

আলোচিত অনলাইন একটিভিস্ট সাইমুম সাদী কথাটি শেয়ার করেছেন নিজের ফেসবুক পোস্টে। তার এই পোষ্টটি শেয়ার করেছেন বুদ্ধিজীবী আলেম লেখক মাওলানা শরীফ মুহাম্মদ।

এছাড়াও তরুণ লেখক মহিউদ্দিন ফারুকী,  আব্দুল্লাহ আলফারুক-সহ আরো অনেকেই আল্লামা দেলোয়ার হোসাইন-এর এই বাণীটি শেয়ার করেছেন।

কেউ কেউ মনে করছেন মূলত বর্তমান সময়ে তরুণদের মাঝে সেলফি তোলার ব্যাপক প্রবণতা ও এ কারণে অনেক আলেমদের বিব্রতকর পরিস্থিতির শিকার হওয়ার প্রেক্ষিতেই আল্লামা দেলোয়ার হোসাইনের কথাটি এতোটা সমাদৃত হয়েছে আলেম-সমাজের মাঝে।

আল্লামা দেলোয়ার হোসাইনের কথাটি গুরুত্বের সাথে বিবেচনা করে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে সবাইকে।

বিশেষজ্ঞ আলেমদের কেউ কেউ বলছেন, বিভিন্ন আয়োজন-প্রয়োজনে সেলফি-ছবি এসবতো তুলতেই হবে, তবে বিষয়টি যেন মহামারী আকার ধারণ না করে, এর কারণে আমাদের শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম যেন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি না হন, তাই মুরুব্বী আলেমদের পক্ষ থেকে সংশোধনমূলক এমন কথা সময়ের প্রয়োজনেই গুরুত্বপূর্ণ। তাদের কথাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে ইসলামি ঘরনার মানুষের মাঝে একে ব্যাপকভাবে প্রচারণার যে প্রবণতা তা একটি ইতিবাচক’ বলছেন তারা।

অনলাইন একটিভিস্ট মাওলানা সাইমুম সাদী এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেছেন, ‘সেলফি তোলা দোষের কিছু নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোন শ্রদ্ধাভাজন আলেম হয়তোবা সেলফি তুলতে আগ্রহী নন; কিন্তু তাকে অনেকটা জোর জবরদস্তি পর্যায়ে নিয়ে গিয়ে সেলফি তোলা হচ্ছে , পরিস্থিতির মুখোমুখি হয়ে কিছু বলতে না পারলেও এতে বিব্রত হচ্ছেন তিনি। এই পরিাস্থিতি কাম্য নয়। তাই তরুণসহ সবাইকে এ বিষয়টিতে সচেতন হওয়া প্রয়োজন’ বলছিলেন তিনি।

তিনি আরো সংযোগ করেন, ‘অনলাইনে পরিচিত অনেক আলেম এতে ইতঃস্তত বোধ করেন না, তাদের ক্ষেত্রে তো বিষয়টি একেবারেই ভিন্ন। যেহেতু তাদের দ্বিমত নেই তাই তাদের সাথে সেলফি তোলা যেতে পারে’।

তিনি বলেন, সেলফি তোলা যেহেতু সওয়াবের কাজ নয় তাই আল্লামা দেলোয়ার হোসাইন বলেছেন সেলফি না তুলে দোয়া নিন এতে করে বরকত লাভের আশা রয়েছে। আমাদের সবার উচিত মুরব্বীদের কথাকে শ্রদ্ধা করা।

মাওলানা সাইমুম সাদী বিষয়টিকে নিরুৎসাহিত করেন না; তবে কেউ যেন বিব্রতকর অবস্থার মুখোমুখি না হন এদিকে বিশেষ খেয়াল রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি।

সম্প্রতি ইসলামী বইমেলাকে ঘিরে  আলেমদের সাথে সেলফি তোলার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনাও হচ্ছে।

তবে তরুণদের সবাই আল্লামা দেলোয়ার হোসাইনের এই কথাকে শ্রদ্ধার চোখে দেখছেন।এবং আলেমদের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়েছেন।

তবে কেউ কেউ মন্তব্য করেছেন, যেহেতু মূলধারায় গণমাধ্যম ইসলামি বইমেলার পক্ষে প্রচারণায় নেই, তাই মেলাকে সার্বজনীন করতে ব্যাপক ছবি তুলে প্রচারণার প্রয়োজন ছিল। তবে এক্ষেত্রে ওলামায়ে কেরাম যেন কোনভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি না হন এদিকটিও গুরুত্বের সাথে বিবেচনার কথা ছিল তাদের মন্তব্যে।

আরো পড়ুন: সামাজিক মাধ্যমে সেলফি ও ছবি আপলোড: ‘আমাদের আরো দায়িত্বশীল হতে হবে’

এটি/ এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ