আওয়ার ইসলাম ডেস্ক: মাসিক নকীবের সাহিত্য শুক্রবার (২২ অক্টোবর) আসর ঢাকা মহানগর উত্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মাসউদুল কাদির। বিশেষ অতিথি হিসেবে ছিরেন নকীব পাঠক ফোরামের সিনিয়র উপদেষ্টা নাঈম বিন জামশেদ।
নবীন লেখকদেরকে উদ্দেশ্য করে মাসউদুল কাদির বলেন, লিখতে হবে আত্মবিশ্বাসের সাথে। সহজ ও সাবলীল বাংলা ভাষায়।তিনি আরও বলেন, লেখার মাঝে বিদেশী শব্দ সমূহ পরিহার করে লেখাগুলোকে বাংলা ভাষায় সমৃদ্ধ করতে, কেননা মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করলে যতটা সুন্দর হয় বিদেশী শব্দের ব্যবহারে অতটা সুন্দর হয় না।
বিশেষ অতিথি তার বক্তব্যে সাহিত্যের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, ‘সাহিত্যের মাধ্যমে সমাজে সাংস্কৃতিক বিপ্লব ঘটানো সম্ভব’। তিনি উপমা হিসাবে ফরাসী বিপ্লবের পিছনে তৎকালীন সাহিত্যিকদের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে নবীন লেখকদের লেখাগুলোতে নম্বর দেয়া হয়। যারা ১ম, ২য়, ৩য় হয়েছে তাদের পুরষ্কৃত করা হয়।
নকীব পাঠক ফোরাম, ঢাকা মহানগর উত্তরের পরিচালক সুহাইল তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তরের নকীব ও বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং পাতার নিয়মিত লেখক ও পাঠকবৃন্দ।
-এএ