শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হাফেজে কুরআনের ওপর টাকা উড়ানোর ভিডিও ভাইরাল: সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসানআদিয়াত হাসান

সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিলের একটি ভিডিওচিত্র আলোচনা-সমালোচনার ঝড় তুলছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি গত ৮ অক্টোবর (শুক্রবার) বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসা আড়াইহাজার নারায়ণগঞ্জ এর ১৫ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের।

মাহফিলটিকে ওয়ায়েজদের মধ্যে উপস্থিত ছিলেন,মুফতি সাঈদ আহমাদ, মাওলানা বাদরুজ্জামান, মাওলানা উবাইদুর রহমান হুজাইফিসহ বেশকিছু তরুণ আলোচক। এছাড়া কারীদের মধ্যে উপস্থিত ছিলেন, কারী সাইদুল ইসলাম আসাদ, হাফেজ নাজমুস সাকিব ও শিশু কারী আবু রায়হান।

আলোচিত ভিডিওতে দেখা যায় তাফসিরুল কোরআন মাহফিলে তিলাওয়াত করছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। তিলাওয়াতরত অবস্থায় তিলাওয়াতকারীর মাথায় টাকা দিচ্ছে মঞ্চে উপস্থিত শ্রোতাদের একজন। ভিডিওর সুত্র ধরে জানা যায় তিনি বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। বিষয়টি অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম আব্দুল্লাহ ইসমাইল আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসার ওই ভিডিওচিত্র বিষয়ে তার ফেসবুকে লিখেন-

‘আহ আফসুস! কোরআন তেলাওয়াতের কি অবস্হা হয়েছে, তেলাওয়াতের নূর তখনই চলে যায় যখন নিজেকে অন্যদের থেকে দামী বা অন্য কিছু ভাবা শুরু হয়। ১০ টাকার নোট ছিটিয়ে পিছনের লোকটাই কি বুঝাতে চাইতেছে জানা নাই, তবে আমার মনে হচ্ছে এখানের সবাই কালামুল্লাহকে অপমান করেছে। আল্লাহ নাজমুস সাকিবসহ এখানের সবাইকে সহিহ্ বুঝ দান করুন আমিন।’

শাবীব তাশফি নামের একজন অনলাইন এক্টিভিস্ট তার ফেসবুক আইডিতে লিখেন- ‘...এই ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় উলামায়ে কেরাম দেখেছেন। তারা শুধু এটার সমালোচনাই করে ক্ষান্ত হননি, প্রচণ্ড ক্ষুব্ধ ও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিলাওয়াতের সময় এভাবে টাকা ছিটানো শুধু অনুচিতই নয়, বরং কুরআনের সাথে চরম বেয়াদবি।

এছাড়াও বিভিন্ন ওলামায়ে কেরাম বিষয়টিকে সমালোচনার  দৃষ্টিতে দেখছেন। তাদের সঙ্গে কথা বললে তারা বলেন, এসব বিষয় হঠাৎ করেই ঘটছে না। আগেও এ ধারার এমন ছোট ছোট বিষয় ঘটেছে। কিন্তু ওলামায়ে কেরাম এ বিষয়ে সচেতন ভূমিকা না রাখায় এসব ধারাবাহিকভাবে ঘটে চলছে। তাই এখনই এসব বিষয়ে সচেতন হতে হবে। আর না হয় আমাদেরকে চরম ক্ষতির মুখোমুখি হতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ