আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদের সামনে মাঠ থাকা অবস্থায় মসজিদে ভিতর জানাযার নামাজ আদায় করার শরীয়াতের বিধান কি? জানালে উপকৃত হব।
উত্তর-
মাঠ থাকা সত্বেও মসজিদের ভিতরে জানাযার নামায পড়া মাকরূহে তাহরীমী। তবে জানাযা হয়ে যাবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فِي الْمَسْجِد، فَلَا شَيْءَ عَلَيْهِ
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মসজিদে জানাযার সালাত পড়লো, তাতে তার কোন ছওয়াব হলো না। [সুনানে আবু দাউদ-২/৪৫৪, হাদীস নং-৩১৯১, সুনানে ইবনে মাজাহ-১০৯, হাদীস নং-১৫১৭, মুসনাদে আহমাদ-২/৪৫৫, হাদীস নং-৯৮৬৫]। সূত্র- আহলে হক মিডিয়া।
وكرهت تحريما وقيل تنزيها فى مسجد جماعة هو أى الميت فيه وحده، أو مع القوم الخ (رد المحتار-3/126، الفتاوى الهندية-1/165، جديد-1/226، تاتارخانية-3/87، رقم-3786)
-কেএল