শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

মাসিক নকীব সাহিত্য আসর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরার আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক নকীবের সাহিত্য আসর শুক্রবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন। পঠিত লেখার উপর পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

মুহাম্মদ যাইনুল আবিদীন সাহিত্যের ক্লাসে আলোচনায় লেখার গুরুত্ব দিয়ে বলেন, শব্দকে অনুভব করতে হবে। শব্দকে ভাঙতে এবং নতুন শব্দ গড়তে জানতে হবে।

তিনি বলেন, ‘লেখা হলো সন্তানের মতো, তাদের যত্ন করতে হবে।’ উপমা দিয়ে তিনি বলেন, হাজার ফাগুন আসে যায়, হাজার বসন্ত আসে যায় কিন্তু কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই পংক্তি 'ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত'... অমর হয়ে আছে। অর্থাৎ শব্দের গাঁথুনি সদা সজীব, কখনো তা পুরোনো হয় না।

নকীব সম্পাদক মুনতাছির আহমাদ তার সমাপনী আলোচনায় নকীব পরিবারের পক্ষ থেকে সাহিত্যপ্রেমীদের প্রতিমাসের প্রথম শুক্রবার সকালে সাহিত্য আসরে অংশগ্রহণের আহ্বান জানান।

নকীব সম্পাদক মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও নকীব পাঠক ফোরাম ঢাকা মহানগর পূর্বের পরিচালক সাঈদ আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকাস্থ নকীব ও বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং পাতার নিয়মিত লেখক ও পাঠকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ