আওয়ার ইসলাম ডেস্ক: বিয়ে শাদীতে যে উপহার সমাগ্রী এবং টাকা পয়সা প্রদান করা হয়। সেগুলো কার মালিকানায় থাকবে?
যেমন মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান মেয়ের বাবা করে থাকে, সেখানে যদি গয়না ও উপহার সামগ্রী উঠে। সেই সাথে টাকা পয়সাও প্রদান করে থাকে।
প্রশ্ন হল, এসবের মালিকানা কার? বাবার নাকি মেয়ের? নাকি জামাইয়ের? দয়া করে জানালে অনেক উপকার হতো।
উত্তর: যারা উপহার প্রদান করেন, যদি তারা তা উল্লেখ করে দেন কার জন্য প্রদান করেছে, তাহলে যাকে দেয়া হচ্ছে তাকেই এর প্রাপক ধরা হবে।
আর যদি নাম উল্লেখ ছাড়া প্রদান করে থাকে, তাহলে দেখতে হবে যে, এ এলাকার উরফ তথা প্রথা কি?
যদি এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে, যিনি মেহমানদারীর আয়োজন করেছেন সেই পিতাকে আর্থিক সহযোগিতা করা। তাহলে এর মালিকানা বাবা হবে।
আর যদি রেওয়াজ থাকে যে, এটা মেয়ের জন্য, তাহলে মেয়েই মালিক হবে।
আর যদি ছেলের হয়, তাহলে ছেলে তথা বর হবে মালিক।
আর যদি কোন রেওয়াজ না থাকে, তাহলে যিনি হাদিয়া প্রদান করেছেন তার কাছ থেকে জেনে মালিকানা নির্ধারণ করে নিবে। বা পারস্পরিক আলোচনা সাপেক্ষে মালিকানা নির্ধারণ করে নিতে পারবে। সূত্র- আহলে হক মিডিয়া।
-কেএল