সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

খেলাফত মজলিসের শুরা বৈঠক আগামীকাল: বিএনপি জোট ছাড়ার গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরার বৈঠক। দলটির একাধিক সূত্র আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছে।

সূত্র মারফত জানা যায়, আগামীকাল দুপুর ২টায় পল্টন কালভার্ট রোডস্থ সীগাল রেস্টুরেন্টে কেন্দ্রীয় শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এর আগে সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত দলটির নির্বাহী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

আসন্ন  নির্বাহী কমিটির বৈঠক ও কেন্দ্রীয় শুরার বৈঠককে সামনে রেখে দলটির বিএনপি জোট ছাড়ার ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, ২০১৯ সালে দলের মজলিসে শুরার বৈঠকেই বিএনপি জোট থেকে বেরিয়ে আসার মৌলিক সিদ্ধান্ত ছিল। ওই সিদ্ধান্ত এখন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানোর পরিকল্পনা রয়েছে দলটির।

এসব বিষয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী একাধিক দায়িত্বশীলের সঙ্গে  কথা হয় আওয়ার ইসলামের।

এ বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘একটি রাজনৈতিক দলের শুরার বৈঠক হচ্ছে—অবশ্যই এর তাৎপর্য আছে। যেহেতু আমরা রাজনৈতিক দল, সেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত থাকতেই পারে। শুরার বৈঠকের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আশা করি, বৈঠকে দুই শতাধিক সদস্যের কাছাকাছি অংশগ্রহণ করবেন। পাশাপাশি তারা সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন।’

জোট ছাড়ার ঘোষণা কি আসতে পারে আগামীকাল? জানতে চাইলে মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, বৈঠক ডাকা হয়েছে দলের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়ার জন্য। তাই বৈঠকের আগে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব না। অনেক বিষয়েই সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকে যা হবে; আগামীকাল বিকেল ৪টায় আমরা সংবাদ সম্মেলন করে তা জানিয়ে দিবো।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর কাছে জোট ছাড়ার বিষয়ে  জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো এখনই কিছু বলা যাচ্ছে না। আগামীকাল শুরার বৈঠক রয়েছে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে, তা-ই হবে। অগ্রিম বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, এর আগে বিএনপি জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করাসহ কয়েকটি কারণ দেখিয়ে গত ১৪ জুলাই বিএনপি জোট ছেড়ে দেয় জমিয়তে উলামায়ে ইসলাম। ১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে ‘চারদলীয় জোট’ গঠন করেছিল বিএনপি। পরে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বেরিয়ে গেলে যুক্ত হয় নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

পরবর্তীতে ২০১২ সালের ১৮ এপ্রিল নতুন ১২টি দলের সংযুক্তির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা চারদলীয় জোট কলেবরে বেড়ে দাঁড়ায় ১৮ দলীয় জোটে। এরপর জোটের পরিধি দাঁড়ায় ২০ দলে। তবে সময়ের ব্যবধানে ২০ দলীয় জোট থেকে এখন জোট ছাড়ছে অনেকেই।

খেলাফত মজলিসও সেই জোট ছাড়ছে কিনা তা জানতে আওয়ার ইসলাম পাঠককে অপেক্ষা করতে হবে আগামীকাল বিকেল ৪টায় দলটির সংবাদ সম্মেলন পর্যন্ত।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ