শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাহবুবা আক্তার তামান্না’র কবিতা ‘আধুনিকতার পরিণতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মাহবুবা আক্তার তামান্না।।

মুমু খায় দুধ ভাত
খায় আরো পাস্তা
ভোরবেলা পাউরুটি
খায় কতো নাস্তা।

হাঁটে মুমু হেলেদুলে
যেন সে যে সস্তা
মনে হয় মুখে মাখে
আটার বস্তা।

টাকা আছে কড়ি আছে
আছে ছেলে বন্ধু
মুমুকে যে ভালোবাসে
নাম তার ইন্দু।

লাল,নীল রং মেখে
মুমু তার গালে
পর্দা করে না সে
হায় কোনোকালে।

একটা লুটে নেয়
ওই ছেলে ইন্দু
সম্ভ্রম সবটুকু
রাখেনিতো বিন্দু।

অতঃপর বুঝে নেয়
ইন্দু-র মুমু
মিছে ছিল ওইসব
নোংরামি চুমু।

নিজেকে নিজে মেরে
মুমুতো গেছে
দুকুলই হারালো
আবেগের বশে।

শুনে রাখো মুমুরা
এইসব মন্দ
শিক্ষা নিয়ে নাও
কইরোনা দ্বন্ধ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ