আওয়ার ইসলাম ডেস্ক: সবজি কাটাকুটি হোক কিংবা সেলাই ফোড়াইয়ের কাজ। কাঁচি, ছুড়ির কাজ আমাদের দৈনন্দিন জীবনের নিত্য দিনের ব্যাপার। তাই যখন তখন অসাবধানে ধারালো ছুড়িতে কেটে যেতেই পারে আঙুল। এতে ঘাবড়ে না গিয়ে জেনে নিন কিছু ঘরোয়া টোটকা, কমে যাবে রক্তপাত।
লবণ পানি
কাঁটা ঘায়ে দিন নুনের ছিটা তবেই বন্ধ হবে রক্তপাত। ভয় পেয়ে গেছেন? জ্বলুনির ভয় পাবেননা। লবণ পানি ভালো প্রতিষেধক। পানির মাঝে একটু লবণ দিয়ে কেটে যাওয়া স্থান ডুবিয়ে রাখুন। একটু জ্বলুনি হলেও রক্তপাত বন্ধ হয়ে যাবে।
কফি
কফির মিষ্টি ঘ্রাণের সাথে সাথে তেঁতো স্বাদে অনেকেরই সকাল থেকে রাত কেটে যায়। অথচ জানেন কি, এই কফির গুড়ো রক্তপাত বন্ধে কতটা কার্যকর। হালকা করে কাটা স্থানে কফির গুঁড়ো ছিটিয়ে দিন দেখবেন কিছুক্ষণের মাঝেই কমে যাবে রক্তপাত।
বরফ
কোথাও ব্যথা পেলে আমরা আগে ছুটি ফ্রিজে বরফ আছে কিনা দেখতে। কেটে ছড়ে গেলে রক্তপাত কমাতেও কিন্তু একটি সহজ সমাধান বরফ। কাটা স্থানে কিছুক্ষণ বরফ চেপে রাখুন রক্ত বন্ধ হয়ে যাবে।
এনটি