আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: দুই বছর আগে একটা গাড়ি দশ লাখ টাকা দিয়ে ব্যবহারের জন্য কিনেছিলাম। এখন সেটার মূল্য চার লাখ টাকা। এখন যদি এই গাড়ির যাকাত দিতে চাই তাহলে ক্রয় মূল্যের হিসেবে যাকাত দিবো, না কি বর্তমান বাজার মূল্যের হিসেবে? জানিয়ে বাধিত করবেন।
ব্যবহারের জন্য ক্রয় করার কারণে এই গাড়ির যাকাত দিতে হবে না। বিক্রয় মূল্য হিসেবেও না, ক্রয় মূল্য হিসেবেও না।
দলিল: ফাতওয়া হিন্দিয়া-১/২৪১, খুলাসাতুল ফাতাওয়া-১/২৪০ফাতাওয়া কাযীখান-১/১২৩)।
উত্তর প্রদানে মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা।।
প্রধান মুফতি ও মুহতামিম, জামিয়া ইসলামিয়া বাউনিয়াবাদ, মিরপুর, ঢাকা। খতিব, সাইন্সল্যাবরটরি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা।
-এটি