শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বিয়ে না করে একাকী থাকতে চাইলে কি গুনাহ হবে? কী বলে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজকের ফতোয়া ডেস্ক: বিয়ে জীবনের অন্যতম অনুষঙ্গ। বিয়ের মাধ্যমে জীবনের পূর্ণতা পেয়ে থাকে বলে থাকেন অনেকে। শত ব্যস্ততা আর অশান্তির মাঝে স্বস্তি মেলে পরিবারের সদস্যদের এক চিলতে বাঁকা ঠোঁটের হাসি দেখে।

হাদিসেও বলা হয়েছে, বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে। অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।

বিয়ে করেননি এমন মানুষের সংখ্যাও নজরে পড়ে কখনো কখনো সমাজে। বিয়ে না করে একাই থাকবো, একাকী নিজের জীবনকে উপভোগ করব- এমন কথা বলতেও শোনা যায় বর্তমান অনেককে। সাম্প্রতিক সময়ে এ জাতীয় কথা যেন কিছুটা ফ্যাশন হিসেবেও জনপ্রিয়তা পেতে শুরু করেছে- শরীয়তের দৃষ্টিকোণে  এমন চিন্তা-ভাবনার অবস্থান কি?  এ বিষয়ে দেওবন্দের অনলাইন ফতোয়া সাইটে এক ব্যক্তি জানতে চেয়ে প্রশ্ন করেছেন, যদি কেউ বিয়ে না করে একাই থাকতে চান তাহলে কি তার গুনাহ হবে?

প্রশ্নকারীর জবাবে দেওবন্দের ফতোয়া সাইটে উত্তর দেওয়া হয়েছে, হাদীস শরীফ-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, বিয়ে আমার সুন্নত-এর অন্তর্ভুক্ত, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকলো, সে আমার তরিকার উপরে থাকলো না।

এই হাদিসকে উদ্ধৃত করে দেওবন্দের ফতোয়া সাইটে বলা হয়েছে, হাদিসের মাধ্যমে বুঝা গেল, বিয়ে করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত অনুসরণের অন্তর্ভুক্ত, আর বিয়ে না করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত ছাড়ার গুনাহ হবে।

দেওবন্দের ফতোয়া সাইট থেকে অনুবাদ: নুরুদ্দীন তাসলিম।

এটি/এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ