রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

‘আমাদের তাবলীগের উসূল হল আমরা মন্দ বিষয়ে আলোচনা করি না, ভালো জিনিস প্রচার করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা তারেক জামিল বলেছেন, ‘আমাদের তাবলীগের একটি উসূল হল আমরা মন্দ বিষয়ে আলোচনা করি না, নেতিবাচক কথা বলি না, আমরা ইতিবাচক কথার প্রচার করি, কাউকে খারাপ বলি না, ভালো জিনিস সম্পর্কে বয়ান করি। তিনি বলেন, ভালো বিষয়ের আলোচনা এতো বেশি হওয়া উচিত যেন ভালো আলোচনার কারণে খারাপ জিনিসগুলো ঢাকা পড়ে যায়।

বিবিসি উর্দুর সাংবাদিক আদিল ফারুককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল।

এসময় তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালার কাছ থেকে মানুষের দূরে সরে যাওয়া সব থেকে বড় সংকট। তিনি বলেন, বর্তমানে এটাই আমাদের জীবনের মৌলিক সমস্যা।

বিবিসি উর্দুকে তিনি বলেন, মানুষ আল্লাহ তায়ালার পরিচয় জানে না বলেই আল্লাহ তায়ালার বান্দাদের তাদের হক দেয় না, তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। যদি তারা আল্লাহ তায়ালাকে ভালোভাবে জানতো, চিনতো তাহলে কি তারা এমন করতো?

‘গত ৩০ বছর ধরে আমি মানবিকতা ও মানুষের অধিকার বিষয়ে বয়ান করে চলেছি। আমার সবগুলো বয়ান হুকুকুল ইবাদ সম্পর্কে হয়ে থাকে। আমি হুকুকুল ইবাদ ও হুকুকুল্লাহ সম্পর্কেই বয়ান করে থাকি। আমি হুকুকুল ইবাদ সম্পর্কে ততটুকুই আলোচনা করি যতটুকু আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন। আর আল্লাহ তায়ালা নিজের হকের তুলনায় বান্দার হক নিয়ে বেশি আলোচনা করেছেন’।

সূত্র: বিবিসি উর্দু

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ