আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন শূণ্য। দেশটিতে আমেরিকার ২০ বছরের অভিযান ‘ট্র্যাজেডি এবং অর্জন শূণ্য’। রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
পুতিন আরো বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে গত ২০ ধরে উপস্থিত ছিল। এতগুলো বছর তারা সেখানে বসবাসরত মানুষকে সভ্য করার চেষ্টা করেছে। আমেরিকা নিজের দেশের জীবনযাপনের নিয়মপদ্ধতি আফগান জনগণের ভেতর প্রবেশ করাতে চেয়েছে। কিন্তু এর ফলাফল শূন্য।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর আক্রমণে উভয় পক্ষের শুধু প্রাণের ক্ষতি হয়েছে। অন্য জাতির ওপর কখনও ভিনদেশী মূল্যবোধ চাপিয়ে দেওয়া যায় না, এটা অসম্ভব।
-এটি