সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

হার্ট-লিভার ভালো রাখে যে ধরনের আপেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতি পরিচিত ফল আপেল। প্রায় সারা বছরই বাজারে এ ফলের দেখা মেলে। আপেলের গুণ সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু হার্ট ও লিভার ভালো রাখতে কোন ধরনের আপেল খাবেন?

পুষ্টিবিদরা বলেন, বিভিন্ন ধরনের ভিটামিন, ফাইবার এবং খনিজের দুর্দান্ত উৎস সবুজ আপেল। তাহলে চলুন জেনে নেওয়া যাক, সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

লিভার এবং পাচনতন্ত্র: সবুজ আপেল ফাইবার সমৃদ্ধ। তাই এটি মেটাবলিজম বৃদ্ধি করতে সহায়তা করে। এতে উচ্চ ফাইবার থাকায় ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভার এবং পাচনতন্ত্রকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। খোসা সমেত আপেল খেলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে আরও উপকারী।

রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি: সবুজ আপেল হলো খনিজসমৃদ্ধ ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম। আপেলে থাকা আয়রন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে।

স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ: সবুজ আপেলে ফ্যাটের মাত্রা কম থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এটি খুবই কার্যকর। তাই খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করুন এটি। এ ছাড়া এটি রক্তনালি থেকে ফ্যাট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রে সঠিক রক্তপ্রবাহ বজায় রাখতেও সহায়তা করে। এতে করে স্ট্রোকের আশঙ্কা কমে যায়।

লিভারকে রক্ষা করে: সবুজ আপেল অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা কোষকে পুনর্নির্মাণ এবং কোষের পুনরুজ্জীবনে সহায়তা করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সহায়তা করে। এ ছাড়া অ্যান্টি-অক্সিডেন্ট লিভারকে রক্ষা করে এবং লিভারকে সঠিক কাজ করতে সাহায্য করে।

ত্বককে রক্ষা করে: ভিটামিন এ, বি এবং সি এর দুর্দান্ত উৎস এই সবুজ আপেল। এটি ফ্রি ব়্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এ ছাড়া এটি ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সহায়তা করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে সবুজ আপেল। এতে উপস্থিত ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতেও সহায়ক।

হাড়-দাঁত মজবুত করে: সবুজ আপেল ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি হাড় এবং দাঁতকে মজবুত করে তুলতে সহায়তা করে। নারীদের মেনোপজের সময় সবুজ আপেলের জুস খাওয়া উচিত। তাহলে অস্টিওপোরোসিস রোধ করা সম্ভব হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ