সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাদরাসা ছাত্র-শিক্ষকদের টিকা নিতে উদ্বুদ্ধ করলো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাদরাসার সকল ওস্তাদ-শিক্ষক ও ছাত্রদের করােনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ শনিবার (২১ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে খাস-এর সভায় করােনা ভাইরাসের টিকা গ্রহণের প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়। সভায় সভাপতিত্ব করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়াও সভায় মাদরাসা খােলার বিষয়ে ৪ সদস্যের কমিটি গঠন করে বেফাক। এ কমিটিকে মাদরাসা খোলার বিষয়ে চলমান প্রচেষ্টা আরাে জোরদার করার জন্য দায়িত্ব দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নূরুল আমীন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নূরুল আমীন।

এছাড়া লকডাউনের মতাে প্রতিকূল পরিস্থিতিতেও বেফাকের নির্মাণাধীন ১১ তলা ভবন নির্মাণের অগ্রগতির বর্তমান পর্যায়ে দোতলার আংশিক ছাদ ঢালাই হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুফতি নূরুল আমীন ও মাওলানা মুনিরুজ্জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ