সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

লাউয়ের যত গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাউ একটি উপকারী এবং স্বাস্থ্যকর সবজি, যা আমাদের শরীরকে সতেজ ও ঠাণ্ডা রাখে। এতে পানির পরিমাণ প্রায় ৯৬ শতাংশ। আজ আমরা লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে জানব।

পুষ্টিবিদ জিনাত লায়লা বাণী বলেন, লাউ কম ক্যালোরি ও কম আঁশযুক্ত একটি সবজি। লাউয়ে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল নেই বললেই চলে। লাউয়ে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল রয়েছে। এতে রয়েছে ভিটামিন সি, রিবোফ্ল্যাবিন, আয়রন, নায়াসিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি।

পুষ্টিবিদ জিনাত লায়লা বলেন, আমাদের শরীরের বেশির ভাগ অংশজুড়েই রয়েছে পানি। তাই লাউ আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি সহায়তা করে। লাউ হজমশক্তি বৃদ্ধি করে, পেটের সমস্যা দূর করে। এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধ করে। পটাসিয়াম বেশি, সোডিয়াম কম হওয়ার কারণে লাউ হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে। সেইসাথে উচ্চ রক্তচাপ হ্রাস করতেও সহায়তা করে, স্ট্রেস কমায়, লিভার ফাংশনের জন্য লাউ খুব উপকারী একটি সবজি। লাউ কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। যেহেতু লাউয়ে পানির পরিমাণ বেশি রয়েছে এবং সেইসাথে পাইলসও প্রতিরোধ করে। লাউয়ে ভিটামিন বি ও সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

এ পুষ্টিবিদ আরও যুক্ত করেন, লাউ ছোট বড় রোগী সুস্থ সব বয়সের জন্য খুবই উপকারী একটি সবজি। কারণ, এটি সহজেই হজম হয়ে যায়। লাউয়ের জুস শরীরের জন্য খুবই উপকারী। তিলের তেল দিয়ে লাউয়ের জুস ইনসমনিয়া রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। সেইসাথে প্রস্রাবের জ্বালাপোড়া প্রতিরোধ করতে সহায়তা করে। তবে আমাদের চেষ্টা করতে হবে লাউ কাঁচা না খেয়ে রান্না করে খেতে। সবশেষে আমরা বলতে পারি, লাউ খুবই উপকারী, স্বাস্থ্যকর এবং ঔষধি গুণসম্পন্ন সবজি। এই লাউ আমরা ডায়াবেটিস, কিডনি, ইউরিক অ্যাসিড যাঁদের বেশি, সেইসাথে লিভারের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব, লাউ হালকা মসলা, হালকা তেল দিয়ে রান্না করে খেতে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ