সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ডেঙ্গু হয়েছে কি না বুঝবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে ডেঙ্গুর উপসরঙ্গুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়া সম্ভব। তাহলে চলুন জেনে নিই, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো সম্পর্কে-

১। শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বাড়তে পারে।

২। শরীরে র‍্যাশ দেখা দিতে পারে।

৩। অসহ্য মাথা ব্যথা থাকবে।

৪। চোখের আশপাশে ব্যথা শুরু হবে।

৫। পেশী আর গাঁটে ব্যথা থাকতে হবে।

৬। বমি বমি ভাব আসলে।

৭। খিদে না পাওয়া।

৮। অনেক ক্ষেত্রে জ্বরের ৩-৪ দিন পর ঘারের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

তবে সব ধরনের ডেঙ্গু জ্বর হলেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৯৬ মিলিয়নের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়।

যাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

জমা পানি রয়েছে, এমন অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায়।

১। যাদের পূর্বে ডেঙ্গু জ্বর হয়েছিল

২। রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের

৩। যাদের প্লেটলেট কাউন্ট কম

ডেঙ্গু হয়েছে কি না, যেভাবে জানতে পারবেন?

ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করান। যেগুলো হলো-

১। ব্লাড কাউন্ট টেস্ট

২। এলিজা টেস্ট

৩। পিসিআর টেস্ট

ডেঙ্গু হলে যা করবেন?

উপরে বর্ণিত উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রাথমিক ভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। এগুলো হলো-

১। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

২। প্যারাসিটামল খেতে হবে।

৩। বশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কমানোর জন্য কী করতে পারেন?

মশা ডিম পাড়তে পারে এমন কোনো স্থান রাখবেন না। বাসার কোথাও পানি জমতে দিবেন না, ফুল হাতা শার্ট পড়বেন, কয়েল জালিয়ে রাখবেন। একবার যাদের ডেঙ্গু হয়েছে তাদের আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সতর্ক থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ