আওয়ার ইসলাম ডেস্ক: গত ১০ দিনে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা তিন চিকিৎসক। মারা যাওয়া তিন জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন এবং করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ আজ শনিবার (৩১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ১৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. আলিজা আয়েশা। তিনি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা।
ডা. জারিন তাসনীম রিমি
গত ২২ জুলাই করোনার উপসর্গ নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবম ব্যাচের ছাত্রী ডা. জারিন তাসনীম রিমি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. জারিন তাসনীম রিমি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৪২ বিসিএসের ভাইভা পরীক্ষাও দিয়েছিলেন।
তিন দিনের জ্বর নিয়ে ভর্তি হাসপাতালে হন তিনি। পরের দিন সকালে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
ডা. হালিমা আকন্দ
গত ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডা. হালিমা আকন্দ।
ডা. হালিমা আকন্দের ব্যাচমেট ডা. আনিস বিন আবদুর রাজ্জাক জানান, ডা. হালিমা আকন্দ ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাশ করেন৷ এরপর ২০২১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগদান করেন৷
পারিবারিক সূত্র জানায়, ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষাও অংশ নিয়েছিলেন ডা. হালিমা আকন্দ। তিনি করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।
এমডব্লিউ/