সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কেন বুকে ব্যথা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুকব্যথা খুবই সাধারণ একটি লক্ষণ এবং এটি অনেক রোগের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু কী কী কারণে বুকে ব্যথা হয়? এ বিষয়ে জানিয়েছেন ইস্পাহানি আই ইনস্টিটিউট হসপিটালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুল মুহিত খান।

ডা. মো. আব্দুল মুহিত খান বলেন, বুকব্যথা বা চেস্ট পেইন বলতে মানুষ সাধারণত হার্টের ডিজিজকেই বোঝায়। কিন্তু হার্টের ডিজিজ ছাড়াও আরও অনেক কারণে বুকে ব্যথা হয়ে থাকে। বাচ্চাদের নিউমোনিয়া হলে, ব্রঙ্কাইটিস হলে বা তার গ্রোয়িং এজে বোন ডেভেলপমেন্টের সময় বুকে ব্যথা হতে পারে। ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেল যে তার হার্টের কারণ ছাড়াও মাসল থাকে, বোনস থাকে, সেই কারণেও হতে পারে। অথবা তার যদি ভালভুলার ডিজিজ থাকে, মাইট্রাল স্টেনোসিস, অ্যায়রটিক স্টেনোসিস; সে ক্ষেত্রেও বুকে ব্যথা হতে পারে। তবে ইয়াং বয়সের পরে যেটা আমরা অ্যাডাল্টে ধরি, ২০-২৫ বছরের পরে যে বুকে ব্যথাগুলো হয়ে থাকে, ওগুলো অনেক সময় হার্টের কারণে হয়ে থাকে। যখন কোনও পেশেন্টের পাঁচটা রিসপেক্টর থাকে, যেমন—ডায়াবেটিস, হারপারটেনশন, কোলেস্টেরল বেশি, ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ থাকবে এবং যারা স্মোকার, তাদের বুকে ব্যথা হলে আমরা সাধারণত বেশি গুরুত্ব দিয়ে থাকি। যাদের এই পাঁচটা কজ থাকে, তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে বুকের ব্যথাটা হার্ট থেকে হতে পারে।

চোখ ও হার্টের সমস্যা এবং এর প্রতিকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ