আওয়ার ইসলাম ডেস্ক: অনেক সময় আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজে স্বাদ পাই না। কেন? কারণ অনেক। যেসব কারণে নামাজে স্বাদ লাভ করি না, তন্মধ্যে অন্যতম কারণ হলো— গুনাহ।
গুনাহ করার কারণে সালাতের মজাটা কমে যায়। নামাজের স্বাদ চলে যায়। ইবাদতের আহ্লাদ হ্রাস পায়। কিন্তু যারা রাস্তায় চলাচলের সময় নিজেদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে চলেন, গুনাহ থেকে বেঁচে থাকেন; আল্লাহ তাদের সেই স্বাদ ও মজা দান করবেন।
কারণ, তারা বিশ্বাস করে— কেউ দেখছে না, তবে আল্লাহ তো দেখছেন। আল্লাহ তাআলা বলেন— ﴿يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ﴾ অর্থ : চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন। (সুরা গাফির, আয়াত : ১৯)
আল্লাহ অন্তরের গোপন কথা যেমন জানেন, চক্ষু দিয়ে কোনো দিকে দেখা হচ্ছে সেটাও জানেন। তাহলে কেউ না দেখলেও একান্ত আল্লাহকে ভয় করে— যদি আমরা চক্ষু অবনত রাখি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন।
আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর মনিটরিংকে বিশ্বাস করা; এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া অর্জন করতে পারলে— সবকিছু আমার জন্য সহজ হবে। দুনিয়া সহজ হবে, জান্নাত অবধারিত হবে। দোয়া কবুল হবে, বিপদ থেকে আল্লাহ আমাকে মুক্তি দেবেন। এসব কিছু মুত্তাকির জন্য রিজার্ভ রাখা আছে।
-এটি