ইমরান নাজির।।
প্রভুর রাহে কুরবানী দাও
সামর্থ্যবান যারা,
সুস্থ সবল গরু, ছাগল,
ভেড়া, মহিষ দ্বারা।
ধন-সম্পদ আছে যাদের
নেসাব পরিমাণে,
ওদের উপর ওয়াজিব ইহা
বলেন নবিজানে।
খুন-গোশত চান না প্রভু
দেখেন মনের গতিক,
মনের নিয়ত শুদ্ধ হওয়া
কবুল হওয়ার প্রতীক।
গোশত খাওয়া, লোক দেখানো
এ হয় যাদের আশা,
পাবে না ওরা পুণ্য-সাওয়াব
রবের ভালোবাসা।
কুরবানী তো হবেই কেবল
মহান প্রভুর তরে,
তবেই তিনি খুশি হয়ে
নেবেন কবুল করে।
প্রাক্তন শিক্ষার্থী: সন্তোষপুর আদর্শ দাখিল মাদরাসা, সন্দ্বীপ, চট্টগ্রাম।
-এএ