সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৩ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি রহ এর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া। সোমবার পশ্চিম তীর, শরণার্থী শিবির ও প্রবাসে পূর্ণদিবস হরতালের ডাক ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দৌলতপুরে ইখওয়ানুল উম্মাহ’র প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় সম্পর্কে বললেন আজহারী এ মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল গাজা হত্যার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি ছাত্রদলের ‘ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে’ গাজায় গণহত্যা ও  ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন 

অনলাইনে আবারো শুরু হচ্ছে ‘ফুল ইংলিশ স্পোকেন’ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংরেজি বেসিক লেখাসহ অনলাইনে আবারো শুরু হচ্ছে ‘ফুল ইংলিশ স্পোকেন’ কোর্স। কোর্সের সবগুলাে ক্লাস নিবেন দেশের অন্যতম সফল জনপ্রিয় ইংরেজি প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর ফারেগ যুবায়ের আহমাদ।

এবারের অনলাইন ক্লাসে জুম এ্যাপের মাধ্যমে সপ্তাহে ৩টি ক্লাস অনুষ্ঠিত হবে। এগুলো প্রতি শনি, সােম ও বুধ, রাত ৯.০০ - ১১.০০ টা পর্যন্ত চলবে। প্রতি ক্লাসে ৩০ মিনিট প্রশ্নোত্তর ও প্রাক্টিসের সুযােগ থাকবে।

কোর্স ফী: ২৫০০/ টাকা মাত্র। (আসন সংখ্যা সীমিত)।

যেকোনাে স্তরের শিক্ষার্থী কোর্স শেষে ইংরেজিতে কথা বলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন কোর্সটির প্রশিক্ষক যুবায়ের আহমদ। এর আগের কোর্সগুলোতে যারা অংশ নিয়েছেন তারাও অত্যন্ত সফলতার স্বাক্ষর রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

কোর্সে যা যা পাচ্ছেন: 
১। লাইভ ক্লাস ২৫ প্লাস টি।
২। রেকর্ডেড ভিডিও ২৫টি।
৩। ক্লাস শিট ২৫+টি PDF

৪। প্রাক্টিস শিট ২৫+টি PDF (মােট পৃষ্ঠা: ৩৬০+৩৪০= ৭০০ পৃষ্ঠা)।
৫। লিখিত পরীক্ষা ২৫+টি।
৬। ল্যংগুয়েজ ক্লাব ১০+টি (সকল শিক্ষার্থীরা এখানে ইংরেজিতে কথা বলবে)।
৭। সার্বক্ষণিক মেসেঞ্জার সাপাের্ট।

যে কোনো প্রকারের যোগাযোগ এ নম্বরে। মোবাইল: 01799-780959

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ