আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। উদ্ধারকাজ এখনও চলছে। তবে, ঘূর্ণিঝড় এলসা ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসায় তা বাঁধাগ্রস্থ হতে পারে।
মিয়ামি অগ্নিনির্বপক দলের সহকারী ফায়ার চিফ রেইড জাদাল্লাহ জানিয়েছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১১৭ জন।’ কর্মকর্তারা আরও জানান, ভবন ধসের ১২ দিন পরেও ধ্বংসস্তুপের মধ্যে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। খবর এপির
এদিকে, অনেকটা সময় পার হয়ে যাওয়ায় ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মিয়ামির অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য ম্যাগি কাস্ত্রো বলেন, “যত দিন যাচ্ছে মানুষগুলোর বাঁচার সম্ভাবনা কমে আসছে।”
২৪ জুন মায়ামি’র ১২ তলার ওই ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
এনটি