আওয়ার ইসলাম ডেস্ক: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নয় জন। অপর ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ছাড়া আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭২০ জনের নমুনা পরীক্ষা করে ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, করোনার বিস্তার রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ ও বিজিবি।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডের ১৪০ শয্যার বিপরীতে ২০২ জন ভর্তি আছে। গ্রামের রোগীদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হচ্ছে। সে কারণে তাঁরা খুব দ্রুত মারা যাচ্ছেন।
-এটি