আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ফারুক মোল্লা (৪০) মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার বাসিন্দা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্ট ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।
জানা গেছে, গত কয়েকদিন আগে ওই ব্যক্তির কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে তাকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আজ সকালে তার নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে জানা যাবে সে করোনায় আক্রান্ত কিনা।
এমডব্লিউ/