আওয়ার ইসলাম ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করেন কাস্টমসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস জানতে পারে, বিমানবন্দরে জাজিরা এয়ারওয়েজের একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে।
এমন অবস্থায় বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী জসিম মিয়ার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয় এবং তার কাছে কোনো স্বর্ণবার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন।
পরবর্তীতে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ফুলের টবে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে ফুলের টবে লুকানো ২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা।
আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হয়েছে। চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃত যাত্রীকে থানায় সোপর্দ করা এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এমডব্লিউ/