আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের তৈরি অস্ত্রবাহী যান ভুরানের প্রথম রফতানি হবে ইউরোপীয় দেশ কসোভোতে। এ যানটি তুরস্কের বিভিন্ন শীর্ষ প্রতিরক্ষা কোম্পানির সহযোগিতায় উৎপাদন করা হয়েছে।
তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির দেয়া তথ্যমতে, তুরস্কের বাইরে কসোভোই প্রথম কোনো দেশ যারা ‘ভুরান ৪x৪ আর্মড ভেইকল’ ব্যবহার করবে। এ যানটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা যায়।
প্রথম পর্যায়ে দু’টি ভুরান অস্ত্রবাহী যান উৎপাদন করে তা কসোভোয় রফতানি করা হবে।
যানটি উৎপাদন করছে তুরস্কের বাণিজ্যিক ও সামরিক পরিবহন নির্মাতা প্রতিষ্ঠান বিএমসি অটোমোটিভ। বিএমসি অটোমোটিভ তুরস্কের সবচেয়ে বড় সামরিক ইলেকট্রনিক কোম্পানি আসেলসানের সহযোগিতায় এ যানটি নির্মাণ করেছে।
বিভিন্ন সামরিক কাজে ব্যবহার উপযোগী এ অস্ত্রবাহী যানটি উৎপাদন করা হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর চাহিদা অনুসারে।
এ যানটি খুব দ্রুত চলাচল করতে পারে। খারাপ আবহাওয়া ও ভৌগোলিক পরিস্তিতিতেও এ যান দিয়ে সামরিক অভিযান পরিচালনা করা যায়।
সূত্র: ইয়েনি সাফাক
এনটি