শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

কারাগারে পাঠানোর পরের দিনই আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানোর পরের দিনই এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবু সাঈদ (২৫) নামে ওই হাজতির মৃত্যু হয়।

তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মারুপড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, গত ৩০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার ভৈরব থানায় দায়ের হওয়া একটি মামলায় আবু সাঈদকে আটক করে র‌্যাব। এ দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (০১ জুলাই) বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় হাজতি ঈমামকে। পরে শুক্রবার (০২ জুলাই) ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার মো. বজলুর রশিদ জানান, হাজতির মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ