সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ভবনের নিরাপত্তা মালিককেই নিশ্চিত করতে হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমার ক্লিয়ার ম্যাসেজ- যারা ব্যবসা করছেন, ভবন করছেন তাদের নিরাপত্তার বিষয়গুলো তাদেরই নিশ্চিত করতে হবে। আর তা না হলে নিজের জীবনই ঝুঁকিপূর্ণ।’

রোববার (২৭ জুন) দিবাগত রাতে মগবাজারের ভয়াবহ বিস্ফোরণের পরিবর্তিত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘যারা ব্যবসা করছেন নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ইলেকট্রিকাল সেফটি, বিল্ডিং সেফটি, গ্যাসের সেফটির দিকে আমাদের সজাগ ও সচেতন হতে হবে। যারা ২০তলা ভবন বানাবেন, তাদের সেই ভবনের সেফটির দায়িত্ব মালিককেই নিতে হবে।’

তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো বোঝা যাচ্ছে না। আমাদের উত্তর সিটি করপোরেশনের পুরো ইউনিট এখানে আছে, তারা কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো।’

মেয়র আরও বলেন, ‘সামান্য ভুলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’

এদিকে, মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৪টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বিস্ফোরণে ১২টি বাণিজ্যিক ভবন ও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তিনটি যাত্রীবাহী বাস পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে যাদের পোড়ার ক্ষত হয়েছে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ