শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

লাশ দাফন করে তিন আলেমের ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি লাভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় মৃতদের দাফন করে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পেয়েছেনঝিনাইদহের নলছিটির তিন আলেম। তাদের নেতৃত্বে পরিচালিত শাবাব ফাউন্ডেশন এর মাধ্যমে করোনায় মৃতদের দাফন কাজ পরিচালনা করতেন তারা।

করোনা কিংবা উপসর্গ নিয়ে মৃত্যু হলে লাশের গোসল, জানাজা ও দাফন নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। প্রতিবেশীদের চাপের মধ্যে গৃহবন্দিও হয়েছেন মৃত ব্যক্তির স্বজনরা। লাশ নিয়ে দুর্বিসহ রাত কাটাতে হয়েছে তাদের। এ অবস্থায় ঝালকাঠির নলছিটিতে নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনজন মুফতি ও দুইজন হাফেজের নেতৃত্বে গঠিত শাবাব ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার দুঃসময়ে লাশ দাফন করে এরই মধ্যে সংগঠনটি ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পেয়েছে স্থানীয়দের কাছ থেকে।

জানা যায়, ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত এক হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক মানুষ। মৃত ব্যক্তিদের দাফন কাজ সম্পন্ন করে যাচ্ছে শাবাব ফাউন্ডেশন।

নলছিটির মুফতি জায়নুল আবেদীন, মুফতি হানযালা নোমানী ও মুফতি সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ১৩ সদস্য নিজেদের অর্থ ব্যয় করে এ কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা করোনায় মৃত ১৯ জনের লাশ দাফন করেছেন। এর মধ্যে রয়েছে দুইজন নারীর লাশ। নলছিটি থেকে তাদের যাত্রা শুরু হলেও জেলার যেকোনো স্থানে মৃত ব্যক্তির দাফন করার জন্য প্রস্তুত রয়েছে শাবাব টিম। তবে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাব রয়েছে তাদের। পর্যাপ্ত পিপিইসহ সুরক্ষা সামগ্রীর দাবি জানিয়েছে টিমের সদস্যরা।

করোনা দুঃসময়ে মৃত ব্যক্তিদের লাশ দাফনে এগিয়ে আসায় শাবাব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মৃতের স্বজনরা।

শাবাব ফাউন্ডেশনকে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়ে সংগঠনকে কাজ করার উৎসাহ দিচ্ছেন অনেকেই। করোনাকালে মৃতের লাশ দাফন করে মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া তিনজন মুফতির নেতৃত্বে শাবাব ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার।

No description available.

মুফতি হানযালা নোমানী বলেন, ‘সমগ্র বিশ্বে করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। অনেক স্থানে দেখেছি মৃত মানুষের দাফনেও কেউ এগিয়ে আসছে না। আমাদের দেশেও এটা লক্ষ্য করা গেছে। এ অবস্থায় আমরা স্থানীয় যুবকদের সঙ্গে আলোচনা করে শাবাব ফাউন্ডেশন গঠন করি। আমাদের কাজ হচ্ছে করোনায় আক্রান্ত মানুষের গোসল, জানাজা ও দাফন করা। এটা নিজ উদ্যোগে করা হচ্ছে। আল্লাহকে রাজিখুশি রাখার জন্যই আমরা এ কাজ করে যাচ্ছি। এরই মধ্যে করোনায় আক্রান্ত ১৯ জনের দাফন সম্পন্ন করেছি।’

মুফতি জায়নুল আবেদীন বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মানুষের দাফন করতে গিয়ে প্রথমে অনেক প্রতিবন্ধকতার সন্মুখীন হয়েছি। এখন আর এ অবস্থায় পড়তে হয় না। করোনায় আক্রান্ত মানুষের যখন গোসল, জানাজা ও দাফনে কাউকে পাওয়া যায় না, সেখানেই শাবাব ফাউন্ডেশন হাজির হচ্ছে। কোনো বিনিময় ছাড়াই আমরা স্বেচ্ছায় এ কাজ করে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পিপিই নেই।’

শাবাব ফাউন্ডেশনের সদস্য হাসিবুল হাসান সবুজ ও শাহাদাত ফকির বলেন, ‘সম্পূর্ণ নিজেদের খরচে আমরা শাবাব ফাউন্ডেশন এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী ১৯ জনের লাশ দাফন করেছি। ঝালকাঠি জেলার মধ্যে আমাদের কেউ খবর দিলেই টিম নিয়ে হাজির হচ্ছি। মানবতার কাজ করতে পেরে নিজেদের কাছেই ভালো লাগছে। শুধু আল্লাহর প্রশংসা পাওয়ার জন্যই আমরা এ কাজ করছি।’

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের পিপিই সরবরাহ করেছি। প্রয়োজন হলে আরো দেওয়া হবে। তাঁরা যে কাজটি করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। নিজেরা জীবনের ঝুঁকিনিয়ে করোনা আক্রান্ত মানুষের দাফন করে যাচ্ছেন। উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে সবসময়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ