শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি রহ. এর বংশধর গেরদার বড় মিয়ার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

সুদূর মধ্যপ্রাচ্য হতে ইসলাম প্রচারে বাংলাদেশে আসা বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি রহ. এর বংশধর, ফরিদপুরের ঐতিহ্যবাহী গেরদা মিয়া বাড়ির (দরগা বাড়ি) সন্তান, মরহুম সৈয়দ হায়দার আলীর ষষ্ঠতম পুত্র মরহুম সৈয়দ মো. আশরাফ আলী ওরফে বড় মিয়া (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার (২৬জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি অকৃতদার ছিলেন।

আজ রোববার সকাল ১১টার দিকে গেরদা দরগা বাড়ি জামে মসজিদে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ফরিদপুর রাইফেলস ক্লাবের সহ-সভাপতি ছিলেন। তাঁর ভাই সৈয়দ আবু সালাম মো. আলম ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং গৌরিপুর কলেজের অধ্যক্ষ ছিলেন।

ব্যক্তি জীবনে সৈয়দ আশরাফ অত্যন্ত বিনয়ী ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী ছিলেন। তিনি বেশ কয়েকবার হজ্জব্রত পালন করেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন এবং গভীরভাবে অধ্যয়ন করতেন। এতদঅঞ্চলের ইসলামের ইতিহাস নিয়ে তিনি গবেষণা করতেন।

শোক প্রকাশ: সৈয়দ মো. আশরাফ আলীর মৃত্যুতে ফরিদপুরের সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ