আবদুল্লাহ তামিম ভারতীয় স্কাউট ও গাইডের আওতায় মুসলিম যুবকদের দেশ ও নিজেদের রক্ষা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্ববৃহৎ মুসলিম জামায়াত জমিয়ত উলামা-হিন্দ।
সম্প্রতি ভারতের সর্ববৃহত মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী এ ইয়ুথ ক্লাবের উদ্বোধন করেন। এর নাম দেয়া হয় জমিয়ত ইয়ুথ ক্লাব।
জমিয়ত ইয়ুথ ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, আজ দেশের পরিস্থিতি আপনাদের সবার সামনে, প্রায় জায়গায় প্রতিদিন হিংস্র জনতার হামলায় নিহত হচ্ছে মুসলিম। অথচ সংবিধান দিয়েছে সকল নাগরিকদের আত্মরক্ষার অধিকার। যদি হঠাৎ আপনার জীবনের উপর হামলা হয়, অবশ্যই আপনাকে আত্মরক্ষা করতে হবে। এজন্যই জমিয়ত ইয়ুথ ক্লাব প্রশিক্ষণ দিচ্ছে তরুণদের, যুবকদের।
কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, যদি কোন দেশের নাগরিক দুর্ঘটনায় পড়ে, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি পানিতে ডুবে যায়, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি আগুনের মত দুর্ঘটনার শিকার হয়, সে কিভাবে রক্ষা পাবে, এই সকল পরিস্থিতি মোকাবেলা প্রশিক্ষণ দিচ্ছে জমিয়ত ইয়ুথ ক্লাব।
কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে? এ পশ্নের জবাবে জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানী জানিয়েছেন, দেশের যে কোন প্রান্তে জমিয়তে উলামায়ে হিন্দের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন, মনে রাখবেন, আপনাকে যা প্রশিক্ষণ দেওয়া হবে তা সংবিধানের মধ্যে দেওয়া হবে। সূত্র: জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল পেইজ
-এটি