আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে জাতির এই মহাসংকটে ঢাকা ওয়াসা কর্তৃক পানির মূল্যবৃদ্ধি জনসাধারণের ওপর চাপ বৃদ্ধি করবে বলে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
নেতৃদ্বয় আজ শনিবার (২৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, করোনা মহামারীর কারণে অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে ব্যবসায়িকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আর অনেক মানুষ আছেন কর্মহারা অবস্থায়। এই অবস্থায় পানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর অমানবিক আচরণ বলে মনে করছি। পাশাপাশি মানুষের ওপর অর্থনৈতিক চাপও বৃদ্ধি করবে। তাই এর প্রত্যাহার জরুরি।
নেতৃদ্বয় আরো বলেন, ওয়াসার এমডি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা বেতন পান এবং দেশের বাহির থেকে দায়িত্ব পালন করছেন। তিনি কিভাবে মানুষের সুখ-দুঃখ বুঝবেন।
নেতৃদ্বয় বলেন, ওয়াসা কর্তৃপক্ষের প্রয়োজন ছিল পানির মান উন্নয়ন করা। কিন্তু তারা তা না করে মানুষের ওপর পানির মূল্যবৃদ্ধি করে জীবনযাত্রা আরো কঠিন করে দিয়েছে। নেতৃদ্বয়, পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জন্য ওয়াসা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
এমডব্লিউ/