আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর সদরে আজ শনিবার লকডাউনের ১২তম দিন অতিবাহিত হচ্ছে। এ ছাড়া জেলার ফুলবাড়ী উপজেলায় লকডাউনের আজ চলছে দ্বিতীয় দিন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার শেষ হিসাবে জেলায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জন রোগীর পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরেই শনাক্ত হয়েছে ৪০ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৬০ জন। বর্তমানে জেলায় মোট করোনা পজিটিভ রোগী রয়েছে এক হাজার ৭৫১ জন।
স্থানীয় সূত্র জানায়, জেলার সীমান্ত এলাকায় অনেকেই জ্বর, সর্দি, কাশি ও শরীর ব্যাথায় আক্রান্ত হচ্ছে। এসব লোকজন করোনার নমুনা পরীক্ষা না করলেও তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
দিনাজপুর সদরে কঠোর লকডাউনে সাতটি পয়েন্টে পুলিশ এবং আনসার সদস্যরা কঠোর নজরদারির মধ্যে তাদের সার্বিক দায়িত্ব পালন করছেন। তবে সাধারণ মানুষ খুব সকাল সকাল কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে শহরে প্রবেশ করছে। এতে করে শহরে বসবাসরত মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
-এটি