শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ

বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যা: খুনিদের বিচারসহ ৪ দফা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে নওমুসলিম ও মসজিদের ইমাম শহীদ ওমর ফারুক ত্রিপুরার হত্যাকাণ্ডের বিচার ও পাহাড়ি অঞ্চলের নিরীহ মুসলিম পাহাড়ি‌ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারের প্রতি ৪ দফা দাবি পেশ করা হয়।

আজ শুক্রবার (২৫ জুন) বাদ জুমা চকবাজার শাহী মসজিদ চত্বরে ইমামদের অরাজনৈতিক সংগঠন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব ও চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওমর ফারুক ত্রিপুরা হত্যার মাধ্যমে প্রতীয়মান হচ্ছে যে, আজ দেশের পাহাড়ি অঞ্চলসমূহ বাঙালি, মুসলমান ও নিরীহ পাহাড়িদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হতে চলেছে।

বক্তারা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নওমুসলিম মসজিদের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে প্রকাশ্যে হত্যার মাধ্যমে পাহাড়ি অঞ্চল থেকে ইসলাম ও মুসলমানদের নির্মূলের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছে।

সংগঠনের মহাসচিব মুফতী মিনহাজ উদ্দিন বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি-নিরাপত্তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রতিবাদ সমাবেশ হতে সরকারের প্রতি কয়েকটি দাবি পেশ করা হয়েছে।

১. অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গহীন পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প বৃদ্ধি করে পুরো অঞ্চলে নিরাপত্তা ও নজরদারি শতভাগ নিশ্চিত করতে হবে।

২. শহীদ ওমর ফারুক ত্রিপুরার পরিবারকে সার্বিক নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৩. পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পর সেখানে গঠিত হত্যা, গুম ও চাঁদাবাজির বিচার অনতিবিলম্বে শুরু করতে হবে।

৪. যার যার ধর্ম পালনে স্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং ধর্মীয় উগ্রতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, মুফতি তাসলিম আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা জুবায়ের আহমদ কাসেমী, মাওলানা শামসুল হক, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, মুফতি সাইফুল ইসলাম, মুফতি রহমতউল্লাহ, মুফতি সুলাইমানসহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ