শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

শেখ জাররাহ’য় ইহুদি এমপিদের ঝটিকা অভিযান, এলাকা ছাড়তে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দুই ইহুদি এমপি জেরুসালেমের পার্শ্ববর্তী শেখ জাররাহ নামে ফিলিস্তিনিদের এলাকায় ঝটিকা অভিযান চালিয়েছেন।

মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও চরম ডানপন্থী ইহুদি দলের সদস্য ওই দু’নেতার অভিযানের সময় তিন ফিলিস্তিনি পরিবারকে তাদের ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয় বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।

ওই দু’ইহুদি এমপির নাম বেজালের স্মটিস ও অরিট স্ট্রক। তারা ফিলিস্তিনিদের এলাকায় ঝটিকা অভিযান চালানোর সময় তাদের সাথে অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীরাও ছিল। এসব ইহুদিদের সুরক্ষার জন্য তাদের সাথে ইসরায়েলি পুলিশ সদস্যরাও ছিল।

ইহুদিরা জেরুসালেমের পার্শ্ববর্তী শেখ জাররাহ এলাকায় এ ঝটিকা অভিযান চালায় এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে ফিলিস্তিনিদের দিয়াব, আল-কুর্দ ও কাসিম পরিবারকে। তারা এ ফিলিস্তিনি পরিবারগুলোকে বলে যে তাদেরকে এক মাসের মধ্যে জোর করে তাদের ঘর থেকে উচ্ছেদ করা হবে। হঠাৎ করে আক্রমণ করতে আসা এসব ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে রক্ষার জন্য স্থানীয় লোকেরা জড়ো হয় এবং তাদের রক্ষা করে।

বেজালের স্মটিস এর আগেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিভিন্ন বর্ণবাদি আচরণ করেছেন বলে জানা গেছে। তিনি ফিলিস্তিনি পরিবারগুলোর ঘর দখল করতে চাওয়া ইহুদিদের সাথে আলোচনাও করেছেন।

সবশেষ খবর অনুসারে, ইহুদিদের আক্রমণে শেখ জাররাহ এলাকায় ২০ ফিলিস্তিনি আহত হয়েছে আর দু’ফিলিস্তিনিকে ইসরায়েলি পুলিশ গ্রেফতার করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি এসব তথ্য জানিয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ