আন্তর্জাতিক ডেস্ক: কোন ধরনের পোস্টকে ব্যঙ্গাত্মক বিবেচনা করা হবে, সেটি নির্ধারণের জন্য কমিউনিটি পলিসি আপডেট করবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুক। সোমবার এক ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে তারা।
ফেইসবুকের তদারকি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
তুরস্ক সরকারের নির্দেশে একটি ছবি সরিয়ে ফেলার পর বিতর্ক সৃষ্টি হলে তদারকি বোর্ডের কাছে আপিল আসে।
তদারকি বোর্ড তাদের সিদ্ধান্তে বলেছে, ব্যঙ্গাত্মক পোস্ট শনাক্ত করতে কমিউনিটিগুলোর জন্য সাধারণ ভাষায় আলাদা নীতিমালা প্রয়োজন।
২০২০ সালের ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক ব্যবহারকারী একটি মন্তব্য করেন। সেখানে তিনি দুটি বাটনের মাধ্যমে মার্কিনিদের প্রাত্যহিক লড়াইয়ের বর্ণনার চেষ্টা করেন।
কিন্তু বিভক্ত স্ক্রিন কার্টুন দেখে অনেকে বলেন, এটি তুরস্কের পতাকা। এরপর শুরু হয় বিতর্ক।
তদারকি বোর্ড দেখেছে, এই দুই বাটনের মিম দুটি উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে ফেইসবুকে।
তাই এখন অঞ্চল ভেদে কমিউনিটি নীতিমালা করার কথা বলা হচ্ছে।
এনটি